প্রকাশিত: Fri, Jun 9, 2023 2:17 PM আপডেট: Tue, Jul 1, 2025 10:29 PM
সবজির দামে কিছুটা স্বস্তি
সাজিয়া আক্তার: অনেকদিন ধরে বাড়তি দাম যাওয়ার পর কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। বর্তমানে সবজি প্রতি কেজির সর্বনিম্ন দামের বলতে চলছে ৪০ থেকে ৫০ টাকা। তবে কিছু কিছু সবজি মৌসুম না হওয়ায় সেগুলো এখনও ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজির বাজার কিছুটা শান্ত হয়েছে, এমনটি বলছেন বিক্রেতারা। করলা, সবুজ গোল বেগুন ও কাঁচা কলার দাম কিছুটা বাড়লেও অন্যান্য সবজির দাম কমেছে কিংবা আগের দামেই বিক্রি হচ্ছে।
বিগত কয়েক মাসের হিসাব করলে সেই তুলনায় বাজারে সবজির দাম কিছুটা কমেছে। তবে ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এখনও সবজির দাম বাড়তিই আছে। অন্যদিকে বিক্রেতাদের দাবি, পরিবহনসহ সব ধরনের খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়তি ছিল।